মোহনপুর, রাজশাহী ।

প্রতিষ্ঠানের ইতিহাস

কেশরহাট কলেজ ০১/০১/১৯৯৩ খ্রি: মোঃ আঃ বারী থানা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে এলাকার সকল মানুষের সহযোগিতায় রাজশাহী-নওগাঁ মহাসড়ক সংলগ্ন কেশরহাট পেীরসভার অন্তর্গত রায়ঘাটি গ্রামে (০২ নং ওয়ার্ড) মনোরম সুন্দর পরিবেশে কলেজটি স্থাপিত হয়। পরবর্তীতে ০১/০৭/১৯৯৯ খ্রি: উচ্চ মাধ্যমিক স্বীকৃতি প্রাপ্ত হয়ে ০১/০৭/১৯৯৪ খ্রিঃ তারিখে প্রথম এমপিও ভুক্তি হয় এবং ০১/০৭/১৯৯৯ খ্রি: ডিগ্রি (পাস) কোর্সে স্বীকৃতি প্রাপ্ত হয়ে ০১/০৭/১৯৯৯ খ্রিঃ তারিখে এমপিও ভুক্ত হয়। বর্তমানে কলেজটি ০১/০৭/২০১৫ খ্রিঃ তারিখে স্নাতক (সম্মান) কোর্সে প্রথম অধিভুক্তি লাভ করে অদ্যাবধি সফলতা ও সুনামের সহিত উন্নত গুনগত, মানসম্মত ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় পাঠদান কাযক্রম পরিচালিত হয়ে আসছে।